টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক এমপি সৈয়দা আশিকা আকবর আর নেই। সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
তিনি শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সৈয়দা আশিকা আকবর টাঙ্গাইল জেলার ধনবাড়ীর নওয়াব এস্টেটের বর্তমান মোতাওয়াল্লি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর দৌহিত্রী ও নবাবজাদা হাসান আলী চৌধুরীর একমাত্র মেয়ে।
তার মৃত্যুতে গভীর শোক করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মধুপুর-ধনবাড়ীর উন্নয়নে ও শিক্ষাবিস্তারে নওয়াব পরিবারের অবদানের কথা স্মরণ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
এদিকে বাদ আসর ধনবাড়ী নওয়াবশাহী ঈদগা মাঠে জানাজা শেষে নবাববাড়ী জামে মসজিদদের পাশে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।