ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কোবরা সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। যার দাম আট কোটি ১৪ লাখ টাকা।
সোমবার (২৫ এপ্রিল) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাদের তারাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলেন- বাদ্রাকান্দা গ্রামের খোরশিদ আলম ভুঁইয়া (৪৫), ভালকি নালপাড়া গ্রামের আব্দুল গফুর (৬১), হরিয়াতলা গ্রামের সিরাজুল ইসলাম (৫০), রাজ দারিকেল গ্রামের তরিকুল ইসলাম (১৯) এবং টেংগুলিয়াকান্দা গ্রামের রউফ মিয়া (৩৫)।
জানা যায়, রোববার উপজেলার টিউকান্দা চৌরাস্তার 'জালাল অ্যান্ড সন্স' নামক দোকানে অসাধু কারবারিরা কোবরা সাপের বিষ বেচা-কেনা করছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে র্যাব-১৪ সেখানে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে হাতেনাতে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৫৯২ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। যার বাজারমূল্য আট কোটি ১৪ লাখ টাকা।
এ ঘটনায় র্যাবের ওরারেন্ট অফিসার মো. ছানেয়ার বাদী হয়ে মামলা করেছেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।