আফগান লেগ স্পিনার রশিদ খানকে খোঁচা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদেরই ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ব্রায়ান লারা বলছেন, রশিদ খান উইকেটশিকারি বোলার নন!
২০১৭ থেকে শুরু করে গত বছর পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন রশিদ খান। সেখানে পাঁচ মৌসুমে ৭৬ ম্যাচে ৯৩ উইকেট নিয়েছেন আফগান স্পিনার। এবার হায়দরাবাদ ছেড়ে দেওয়ার পর নিলামে ১৫ কোটি রুপিতে রশিদ খানকে কিনে নেয় গুজরাট টাইটান্স।
সেই হায়দরাবাদেরই ব্যাটিং কোচ ব্রায়ান লারা একটু খোঁচা মেরে বলেছেন, রশিদ খানকে আমি অনেক সম্মান করি, তবে আমার মনে হচ্ছে আমরা এখানে দলে দারুণ একটা সমন্বয় পেয়ে গেছি। রশিদ খান এমন একজন ছিল যাকে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা দেখেশুনে খেলত, ও ঠিক সে অর্থে উইকেটশিকারি নয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৩ ইনিংসে ২৯০ উইকেট শিকার করেছেন রশিদ খান। আইপিএলে ৮৩ ম্যাচে তার শিকার ১০১ উইকেট। গুজরাটের হয়ে চলতি আসরে সাত ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন রশিদ খান। আর এই ৮ উইকেট শিকারের মধ্য দিয়ে আইপিএল ইতিহাসে দ্রুততম ১০০ উইকেটের তালিকায় ভারতের অমিত মিশ্র ও আশীষ নেহরার সঙ্গে যৌথভাবে তৃতীয় রশিদ খান।
কিন্তু এমন একজনকে বোলারকে নিয়েই লারার কথা, রশিদ উইকেট নেওয়ার মতো বোলার নন। হায়দরাবাদ এখন রশিদকে আর মিস করে কিনা- এমন প্রশ্নের জবাবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি এমনটি বলেছেন।
লারা আরও বলেন, রশিদ খানের ওভারপ্রতি ৫.৫-৬ ইকোনমি অসাধারণ কিছু। কিন্তু আপনি যখন দেখবেন ওয়াশিংটন সুন্দরের মতো একজন বোলার প্রথম ছয় ওভারেই বল ঘুরিয়ে বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য ভেতরের দিকে ঢোকাচ্ছে...ওয়াশিংটন দলের জন্য একটা সম্পদ।