ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে মহাসড়কের পাশে অবৈধ ফলের আড়ৎ অপসারণ
Published : Thursday, 28 April, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
অবশেষে অপসারণ করা হলো দাউদকান্দিতে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ ফলের আড়ৎ। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহর নিদের্শক্রমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ এসব ফলের আড়ৎ অপসারণ করেন হাইওয়ে পুলিশ। বুধবার সকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরুল হাসানের নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: মাসুদ আলম চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এসব দোকানপাট সড়িয়ে দেন। এসময় গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ তাদের সহযোগিতা করেন।
দাউদকান্দির ইলিয়টগঞ্জ অংশে মহাসড়কের পাশ ঘেঁষে অন্তত ৫০ এর বেশি অবৈধ দোকান গড়ে উঠেছিলো। এসব অস্থায়ী হাটবাজারের দোকানপাট ঘিরে পণ্য পরিবহণ ও থ্রি-হুইলারের চলাচল বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয় যানজট। তাছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই মহাসড়ক এখন ব্যস্ত। এমতাবস্থায় এই ধরণের অবৈধ দোকান জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। গত ২৫ এপ্রিল সোমবার “মহাসড়কের পাশ ঘেঁষে অবৈধ দোকান-আড়ৎ; যানজটের শস্কা” এই শিরোনামে কুমিল্লার কাগজ এ সংবাদ প্রকাশিত হলে নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরই প্রেক্ষিতে এসব অবৈধ ফলের আড়ৎ অপসারণের সিদ্ধান্ত নেয় হাইওয়ে পুলিশ। এদিকে হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ বলেন, মহাসড়ক ঘেঁষে অবৈধ অস্থায়ী কাঁচামাল ও ফলের দোকান অপসারণে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। সড়কে দুর্ঘটনা রোধসহ সামগ্রিক শৃঙ্খলা ফেরাতে তৎপরতা রয়েছে। পাশাপাশি মহাসড়ক আইন বাস্তবায়নেও আমরা বদ্ধপরিকর। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।