ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে বসতঘর পুড়ে যাওয়া বিধবা রাজিয়া বেগমের পাশে টীম ‘অনুভূতি’
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM, Update: 09.05.2022 1:15:35 AM
বুড়িচংয়ে বসতঘর পুড়ে যাওয়া বিধবা রাজিয়া বেগমের পাশে টীম ‘অনুভূতি’কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে বসতঘর পুড়ে যাওয়া বিধবা রাজিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন ‘অনুভ‚তি’র আহবায়ক কুমিল্লা দঃজেলা আওয়ামী যুব লীগ নেতা আবদুছ ছোবহান খন্দকার সেলিম সহ টীম অনুভ‚তির সদস্যরা।
চারিদিকে ঈদের আমেজ,আনন্দের ভাগাভাগি। কিš‘ রাজাপুর ইউনিয়নের শংকোচাইল গ্রামের বিধবা রাজিয়া বেগমের মনে নেই কোন শান্তি,নেই কোন আনন্দ। কারণ তার থাকার একমাত্র বসত ঘর টিই যে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিধবা রাজিয়া বেগমের পাশে দাঁড়ায় টীম অনুভ‚তি।
অনুভ‚তি র আহবায়ক আবদুছ ছোবহান খন্দকার সেলিম বলেন অনুভ‚তি টীম নিয়ে বিধবা রাজিয়া বেগমের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।যদি তার ঈদ আনন্দ ফিরাতে সামান্য কিছু ও করতে পারি, তাহলে সেটাই হবে টীম অনুভ‚তির সবচেয়ে বড় প্রাপ্যতা।
উপ¯ি’ত ছিলেন সাবেক রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা সাহেব, ইউ পি সদস্য মিযানুর রহমান,হুমায়ুন কবির এবং অনুভ‚তির সদস্য এইচ এন এম আতিকুল ইসলাম,জসিম উদ্দিন,সালাউদ্দিন টিপু, নুরুল করিম মেহেদী, ,আনিসুর রহমান মাষ্টার,কবির হোসেন খন্দকার,মাইনুদ্দিন খান ছোটন,মাসুম মজুমদার, আব্দুর রহমান শুভ,জামাল মামুন,ফারুক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।