মোঃ বাদল খাঁ বুড়িচং ষোলনল ইউপির প্যানেল চেয়ারম্যান
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন ওই ইউপি নির্বাচিত মেম্বার মো. বাদল খা। গতকাল ৮ মে সকালে বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদের অ¯’ায়ী কার্যালয় ভরাসার বাজারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেনের সার্বিক তত্ত¡াবধানে ও ইউপি সচিব মো. খাবির উদ্দীনের পরিচালনায় সভায় প্যানেল চেয়ারম্যান পদে ৫ জন মেম্বার প্যানেল চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। পরে ৯ ওয়ার্ডের ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মিলিয়ে মোট মোট ১১ জন ভোটার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৫ জন প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীদের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । এতে সর্বো”চ ভোটের মাধ্যমে মো. বাদল খাঁ মেম্বার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানসহ এলাকার সংশ্লিষ্ট সকলে তাকে শুভে”ছা জানান। এসময় উপ¯ি’ত ছিলেন মো. সিরাজুল ইসলাম মেম্বার, হাজী তোফায়েল মেম্বার, কামাল হোসেন মেম্বার, আবদুল মান্নান মেম্বার, মো. জালাল মেম্বার, কাসেম মেম্বার, জামাল হোসেন মেম্বার, মহিলা মেম্বার জরিফা আক্তার, কুলসুম আক্তার। যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, কৃষকলীগ নেতা মো. মোস্তফা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন সহ উদ্যোক্তা যথাক্রমে লাকী আক্তার, শরীফুল ইসলাম উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, মো. বাদল খাঁ মেম্বার ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানে দায়িত্বে পাশাপাশি তিনি ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।