ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা ক্লাবে সিক্স রেড স্নুকার টুর্নামেন্ট শুরু
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM
কুমিল্লা ক্লাব সিক্স রেড ¯œুকার টুর্নামেন্ট ২০২২ গতকাল (৮ মে) রোববার রাতে ক্লাবের বিলিয়ার্ড কক্ষে শুরু হয়েছে। দুইটি গ্রæপে নকআউট ভিত্তিতে ক্লাবের নিয়মিত ১৪জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। ক্লাবের সহ-সভাপতি মহিবুস সামাদ মহি প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বিলিয়ার্ড ও ¯œুকার খেলায় কুমিল্লা ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। আশা করি ক্লাবের বর্তমান খেলোয়াড়রা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ক্লাবের পক্ষ থেকে করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের কৃতি বিলিয়ার্ড ও ¯œুকার খেলোয়াড় ডাঃ মোঃ লিয়াকত আলী খান। শুভে”ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর ক্লাব সদস্য মোঃ এনামুল করিম। উপ¯ি’ত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাছিমুল হক, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, ক্লাব সদস্য আলী হায়দার খান কাবুল, এডভোকেট মোঃ আতিকুর রহমান আব্বাসী, ঠাকুর দাস সাহা, মোঃ ওমর ফারুক শাহীন, আলহাজ্ব মোঃ আবে হায়াত কাউছার খান, হোসাইন মাহমুদ কামরুল, মোঃ আতিকুল ইসলাম, আশরাফুল আলম সোহেল, এডভোকেট মোঃ আবুল কাউছার ভূইয়া, রেজাউনুর রহমান রেজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ হলেন- ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন ডিকেন্স, মোঃ জহিরুল ইসলাম রিপন, ফয়সাল বারী মজুমদার মুকুল, মোঃ এনামুল করিম, আলী হায়দার খান কাবুল, হোসাইন মাহমুদ কামরুল, মোঃ তারেক ওবাইদুল্লাহ, মোঃ আতিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবে হায়াত কাউছার খান, মাহাবুব আলম বাবু, জোবায়দুল হক জুয়েল, এডভোকেট মোঃ আতিকুর রহমান আব্বাসী, সাদাত হোসেন সানি।