ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছয় জেলায় শনাক্ত ২৩ জন টানা ১৮ দিন মৃত্যু নেই
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM, Update: 09.05.2022 1:15:41 AM
ছয় জেলায় শনাক্ত ২৩ জন টানা ১৮ দিন মৃত্যু নেইগত এক দিনে দেশে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যারা ছয় জেলার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যুর খবর গত ২৪ ঘণ্টায় আসেনি। ফলে এ নিয়ে টানা ১৮ দিন কোভিডে মৃত্যুহীন কাটাল বাংলাদেশ। স্বা¯’্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শ‚ন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার শ‚ন্য দশমিক ৩৮ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।
করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালের ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বা¯’্য অধিদপ্তর। এরপর থেকে একটানা ১৮ দিন কখনোই মৃত্যুহীন ছিল না।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সু¯’ হয়ে উঠেছে ২৬৩ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ সু¯’্য হয়ে উঠলেন।
এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ১৪৬ জন। অর্থাৎ তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও সু¯’ হননি।
নতুন রোগীদের মধ্যে ১৯ জন ঢাকার, একজন টাঙ্গাইলের, একজন রংপুরের, একজন কুড়িগ্রামের, একজন কুষ্টিয়ার এবং একজন সিলেট জেলার বাসিন্দা।
মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বা¯’্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বো”চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫১ কোটি ৭১ লাখের বেশি।