কুমিল্লায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: আলোচনা সভা, ভাস্কর্যে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা
নিবেদনসহ নানা আয়োজনে কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম
জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে
অব¯ি’ত 'হৃদয়ে রবীন্দ্রনাথ' ভাস্কর্যে কবির স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে
কুমিল্লা জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা।
এছাড়াও কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
বিশ্বকবির জন্মবার্ষিকী
উপলক্ষ্যে এসব আয়োজনে উপ¯ি’ত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
মোঃ আফজাল হোসেন, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক,
সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, জেলা কালচারাল অফিসার সৈয়দ
আয়াজ মাবুদসহ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লার সদস্যবৃন্দ,
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।