মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চট্টগ্রাম আবাহনী
কুমিল্লা স্টেডিয়ামে ৬ গোলেররোমাঞ্চে জয় পায়নি কেউ
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM, Update: 09.05.2022 1:15:55 AM
ক্রীড়া
প্রতিবেদক: সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকের পরও হোম ভেন্যু কুমিল্লায় জয়
নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি প্রিমিয়ার লিগে
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৬ গোলের রোমাঞ্চ ছড়ানো এ ম্যাচের শেষ মুহ‚র্তে
দলকে স্বস্তির ড্র এনে দিয়েছেন হ্যাটট্রিক হিরু দিয়াবাতে। এটি এবারের লিগে
এই মালি ফরোয়ার্ডের দ্বিতীয় হ্যাটট্রিক। ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলের সমতায়।
রবিবার
(৮ মে) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম
আবাহনীর বিপক্ষে দ্বিতীয় মিনিটেই মোহামেডানকে এগিয়ে নেন দিয়াবাতে। বাঁ
প্রান্ত থেকে সতীর্থের মাপা ক্রসে বক্সের ভেতর থেকে লাফিয়ে হেডে জাল খুঁজে
নেন মালির এই ফরোয়ার্ড। তবে মোহামেডানের এ লিড বেশিক্ষণ ¯’ায়ী হয়নি। খেলার
১৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান সাখাওয়াত হোসেন রনি (১-১)। মধ্য
মাঠ থেকে সোহেল রানার বাড়ানো বল বক্সের বাম দিক থেকে কেহিন্দা ঈসা হেডে
গোলমুখে পাঠালে সেখান থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। খেলার ২৩
মিনিটে চট্টগ্রাম আবাহনীর ব্যবধান বাড়িয়ে নিজের জোড়া গোল প‚র্ণ করে রনি
(২-১)। এ সময় পিটার থ্যাংকগডের বাড়ানো বল বক্সের প্রবেশ করে ডান পায়ের শটে
গোল করেন তিনি।
বিরতির পর খেলার ৫৩ মিনিটে রেফারির পেনাল্টি বাঁশি নিয়ে
বাঁধে বিপত্তি। বাম প্রান্তে আক্রমণে ওঠা চট্টগ্রাম আবাহনীর এক ফুটবলারকে
বক্সের ভেতরে ফেলে দেন মোহামেডানের ডিফেন্ডার জ্যাসমিন মেসিনোভিচ।
পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একপর্যায়ে
মাঠ ছেড়ে বাইরে চলে যান দিয়াবাতে-জাফর ইকবালরা। এ সময় কয়েক মিনিটের জন্য
খেলা বন্ধ থাকে। কোচিং প্যানেলের সঙ্গে কথা বলে একটু পর মাঠে ফিরে আসেন
মোহামেডানের খেলোয়াড়রা। রেফারির সিদ্ধান্ত অনুযায়ী পেনাল্টিতে গোলে
চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন পিটার থ্যাংকগড (৩-১)। খেলার ৬৩ মিনিটে
পেনাল্টি পায় মোহামেডান। কিš‘ তা থেকে গোল করতে ব্যর্থ হন দিয়াবাতে।
ম্যাচের ৬৮ মিনিটে মোহামেডানের হয়ে ব্যবধান কমান দিয়াবাতে। তার জোড়া গোলে
ম্যাচের স্কোরলাইন হয় (৩-২)। ম্যাচে নাটকীয়তার তখনও বাকি। নির্ধারিত সময়ে
খেলা শেষ। একপর্যায়ে মনে হ”িছল হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হ”েছ সাদা-কালো
জার্সিধারীদের। কিš‘ এটি হতে দেননি দিয়াবাতে। ইনজুরি টাইমে গোল করে
মোহামেডানের হার এড়ান মালির এই ফরোয়ার্ড।