দলীয় মনোনয়নের আশায় কেন্দ্রে ছুটছেন আ’লীগ নেতারা; মেয়র পদে বিএনপির দুই জনের মনোনয়ন ফরম সংগ্রহ
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM, Update: 09.05.2022 1:18:44 AM
জহির শান্ত / তানভীর দিপু:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তিন পদের সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে বিএনপির দুই নেতা গতকাল রবিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর গত দুই দিনে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অর্ধশতাধিক প্রার্থী। তবে আওয়ামী লীগের কোনো নেতা রবিবার পর্যন্ত মেয়র পদে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানা গেছে। দলীয় মনোনয়নের প্রত্যাশায় আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে তারা ছুটছেন ঢাকায়। ঢাকার ধানমন্ডিস্থা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে দলীয় মনোনয়ন বিষয়ে কোন ভ্রæক্ষেপ না করেই কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
জানা গেছে, কেন্দ্র থেকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে সর্বশেষ ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগেরে ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম এবং মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার। এর আগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খান পুত্র মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন,কাজী ফারুক আহমেদ, মাহবুবুর রহমান, মোঃ শফিউর রহমান ও শ্যামল চন্দ্র ভট্টাচার্য। মনোনয়ন সংগ্রহের সময় অধিকাংশ প্রার্থীরাই সশরীরে উপস্থিাত ছিলেন লে জানা গেছে। আগামী ১১ মে পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবে সম্ভাব্য প্রার্থীরা।
এদিকে দল নির্বাচন করবে না এমন সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত হওয়ায় দলীয় মনোনয়ন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। রিটার্নিং অফিস স‚ত্রে জানা গেছে, গতকাল রবিবার মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে নিয়ে যান তাদের সমর্থকরা।
রিটার্নিং অফিস স‚ত্রে জানা গেছে, এখনো পর্যন্ত মেয়র পদে দুই জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে অর্ধশতাধিক প্রার্থী নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।