ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিকের সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার ফেষ্টুন অপসারণ শুরু
৪ লাখ টাকা জরিমানা আদায়, ৫ সম্ভাব্য প্রার্থীকে শোকজ
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM, Update: 09.05.2022 1:16:56 AM
কুসিকের সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার ফেষ্টুন অপসারণ শুরু নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরী থেকে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার পোষ্টার ফেষ্টুন বিলবোর্ড অপসারণ শুরু করে করা হয়েছে। আজ রবিবার দুপুরে রিটানিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরীর উপস্থিাতিতে এই অপসারণ কার্যক্রম শুরু করা হয়। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিাত ছিলেন।
এসময় রিটার্নি কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচারণার কোন সুযোগ নাই। তাই আমরা এসব পোষ্টার ফেষ্টুন অপসারণ শুরু করেছি। আমরা প্রার্থীদের মাইকিং করেও অনুরোধ করেছি। আমার বিশ্বাস প্রার্থীরা নিজে থেকে এগুলো সরিয়ে নিবেন। আমি আবারো অনুরোধ করবো প্রার্থীরা যেন স্ব উদ্যোগে এসব ব্যানার পোষ্টার ফেষ্টুন সরিয়ে নেয়। একইভাবে যখণ প্রচারণা শুরু হবে তারা যেন কোন দেয়ালে বা গাছে না লাগায়, যে আইন আছে সে অনুযায়ী যেন তারা এসব ব্যবহার করেন। আর যেন কেউ রঙিন পোষ্টার না ছাপায়।
তিনি আরো বলেন, প্রশাসন ও পুলিশ ইতিমধ্যে অবৈধ যানবাহন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে কাজ করছে। আমরা জেনেছি ইতিমধ্যে প্রায় চার লাখ টাকার মত জরিমানাও আদায় করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ মে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করতে পারবেন।
এর আগে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় রিটানিং অফিসার বলেন, প্রতীক বরাদ্দের আগে কোন প্রচারণা, মিছিল, শো-ডাউন করতে পারবেন না প্রার্থীরা। কোন ধরনের সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না। নির্বাচনী আচরণবিধির ব্যত্যয় ঘটলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থাা নেয়া হবে।







মনোনয়ন ফরম সংগ্রহে উৎসবের আমেজ
দলীয় মনোনয়নের আশায় কেন্দ্রে ছুটছেন আ’লীগ নেতারা;
মেয়র পদে বিএনপির দুই জনের মনোনয়ন ফরম সংগ্রহ
কুসিকের সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার ফেষ্টুন অপসারণ শুরু জহির শান্ত / তানভীর দিপু:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তিন পদের সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে বিএনপির দুই নেতা গতকাল রবিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর গত দুই দিনে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অর্ধশতাধিক প্রার্থী। তবে আওয়ামী লীগের কোনো নেতা রবিবার পর্যন্ত মেয়র পদে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানা গেছে। দলীয় মনোনয়নের প্রত্যাশায় আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে তারা ছুটছেন ঢাকায়। ঢাকার ধানমন্ডিস্থা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
কুসিকের সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার ফেষ্টুন অপসারণ শুরু অন্যদিকে দলীয় মনোনয়ন বিষয়ে কোন ভ্রæক্ষেপ না করেই কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।  
জানা গেছে, কেন্দ্র থেকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে সর্বশেষ ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগেরে ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম এবং মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার। এর আগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খান পুত্র মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন,কাজী ফারুক আহমেদ, মাহবুবুর রহমান, মোঃ শফিউর রহমান ও শ্যামল চন্দ্র ভট্টাচার্য। মনোনয়ন সংগ্রহের সময় অধিকাংশ প্রার্থীরাই সশরীরে উপস্থিাত ছিলেন লে জানা গেছে। আগামী ১১ মে পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবে সম্ভাব্য প্রার্থীরা।কুসিকের সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার ফেষ্টুন অপসারণ শুরু এদিকে দল নির্বাচন করবে না এমন সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত হওয়ায় দলীয় মনোনয়ন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। রিটার্নিং অফিস স‚ত্রে জানা গেছে, গতকাল রবিবার মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে নিয়ে যান তাদের সমর্থকরা।
রিটার্নিং অফিস স‚ত্রে জানা গেছে, এখনো পর্যন্ত মেয়র পদে দুই জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে অর্ধশতাধিক প্রার্থী নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।