ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘প্রতীক বরাদ্দের আগে প্রচারণা, শো-ডাউন করা যাবে না’
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM, Update: 09.05.2022 1:16:19 AM
‘প্রতীক বরাদ্দের আগে প্রচারণা, শো-ডাউন করা যাবে না’তানভীর দিপু: প্রতীক বরাদ্দের আগে কোন প্রচারণা, মিছিল, শো-ডাউন করতে পারবেন না প্রার্থীরা। কোন ধরনের সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না। নির্বাচনী আচরণবিধির ব্যত্যয় ঘটলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থাা নেয়া হবে হুশিয়ারি দিয়েছেন কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী। তিনি আজ সকালে নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আরো উপস্থিাত ছিলেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান, মুস্তাফিজুল হক, রায়হান আরেফিনসহ অন্যান্যরা।
সভায় রিটার্নিং কর্মকর্তা আরো জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের চুড়ান্ত ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬ শ এবং নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১ জন। এদিকে ১৯ মে জেলা মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের জন্য জেলা শিল্পকলা একাডেমিকে নির্ধারন করা হয়েছে এবং ২৭ মে একই স্থাানে প্রতীক বরাদ্দ করা হবে। জানানো হয়, এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে সম্ভাব্য কেন্দ্রের সংখ্যা ১০৩ টি এবং বুথ হবে সম্ভাব্য ৬৪০ টি। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে কুমিল্লা জিলা স্কুল থেকে। এছাড়া মক ভোটিংয়ের জন্য ১৩জুন সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।  
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিাতি সুষ্ঠু রাখতে কোন সমস্যা হবে না জানিয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী আরো জানান, যেহেতু ভোট গ্রহনের দিন আর কোন নির্বাচন কুমিল্লায় নেই তাই পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কমিশন সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে নির্বাচনি আচরন বিধি লঙ্ঘন করে পোষ্টার ব্যনার ফেষ্টুন লাগানোয় অন্তত ৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে এবং অবৈধ যানবাহন ব্যবহারের দায়ে অভিযুক্তদের কাছে থেকে চার লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।  
সভায় নির্বাচন কর্মকর্তারা সাংবাদিকসহ সং¤িøষ্ট সবাইকেই নির্বাচনী আইন অনুযায়ী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।