ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে বাসচাপায় প্রাণ গেলো দুই পথচারীর
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM, Update: 10.05.2022 12:47:51 AM
চৌদ্দগ্রামে বাসচাপায় প্রাণ গেলো দুই পথচারীরনিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (৯ এপ্রিল) সকাল ৬টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম নামকস্থানে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে একজন এবং দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রামের আবদুল খালেকের ছেলে প্রবাস ফেরত রিন্টু মিয়া (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন মিয়া (৩২)। এ ঘটনায় আহত চৌধুরী মিয়া নামে একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা ভোরে একসাথে হাটতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো. কাউছার আহমেদ জানান, ভোরে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বাসের সামনে হঠাৎ একটি মোটরসাইকেল চলে আসে। এ সময় মোটরসাইকেলের আরোহীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে হেঁটে যাওয়া পথচারী রিন্টু, রিপন ও চৌধুরী মিয়াকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।