ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন:
তিন পদে ১১৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM, Update: 10.05.2022 12:48:06 AM
তিন পদে ১১৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে জেলা আঞ্চলিক নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। গতকাল ৯মে পর্যন্ত ২ জন মেয়র পদের জন্য মনোয়ন পত্র সংগ্রহ করেছেন। এছাড়া ২৭ টি ওয়ার্ডে সাধারন আসনে কাউন্সিলর পদে মনোয়ন সংগ্রহ করেছেন ৯১ জন এবং সংরক্ষিত আসনে (নারী) ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ছাড়াই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের শ্যালক নিজাম উদ্দিন কায়সার।
এদিকে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীরা সশরীরের নেতাকর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে নিচ্ছেন।
ঘোষিত তসফিল অনুযায়ী আগামী ১৯ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হবে। ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ হবে ।
কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ২৭ হাজার ৭৯২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৬ হাজার ১৯১ ও পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৬০০ জন। ২৭টি ওয়ার্ডের সম্ভাব্য ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।