ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প
Published : Tuesday, 10 May, 2022 at 12:27 PM
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ‍উঠেছে তাইওয়ান। সোমবার ভোরের দিকে রাজধানী তাইপেসহ স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডের সব এলাকায় অনুভূত হয়েছে এই কম্পন।

তবে এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরোর এক কর্মকর্তা জানিয়েছেন, তাইওয়ানের পূর্ব উপকূলীয় জেলা হুয়ালিয়েন থেকে ৮৯ দশমিক ৫ কিলোমিটার দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপের মাঝামাঝি সমুদ্রের তলদেশে ২৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
তাইওয়ানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি কম্পের কারণে কিছু এলাকার রেল লাইনে ত্রুটি দেখা দিয়েছে। তাই আপাতত ওই সব এলাকায় বন্ধ রয়েছে রেলসেবা।