ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হাসপাতালের লিফটে আটকে ছিলেন ৪০ মিনিট
Published : Tuesday, 10 May, 2022 at 8:43 PM
হাসপাতালের লিফটে আটকে ছিলেন ৪০ মিনিটরংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে আটকে পড়েছেন এক রোগীর স্বজন। ৪০ মিনিটের বেশি সময় সেখানে তিনি আটকে ছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে। মঙ্গলবার (১০ মে) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার আজগর আলী নামে এক ব্যক্তির স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। স্ত্রী হাসপাতালের পঞ্চম তলায় চিকিৎসাধীন ছিলেন। দুপুরে আজগর আলী জরুরি প্রয়োজনে নিচে নামেন। পরে লিফট দিয়ে পঞ্চম তলায় ওঠার সময় আটকে পড়েন। এ সময় তিনি ৯৯৯ ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাদশা মাসুদ আল বলেন, ফোন পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করি। তিনি প্রায় ৪০ মিনিট লিফটে আটকে ছিলেন।

জানা গেছে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারটি লিফটের সবই বেশিরভাগ সময় বিকল থাকে। এর আগে এমন ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে হাসপাতালের কর্মচারীরাই অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও  তিনি রিসিভ করেননি।