ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক নির্বাচন: ১৫ মে থেকে বিজিবি মোতায়েন
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:45:09 AM
কুসিক নির্বাচন: ১৫ মে থেকে বিজিবি মোতায়েনআগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন ঘিরে ওই এলাকায় বিশৃঙ্খলা রোধে ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে ১২ মে হতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হবে। মঙ্গলবার (১০ মে) নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব ধরনের শোডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ মে পর্যন্ত ২০৯টি মোটরসাইকেল আটকপূর্বক মামলা দায়ের করে ৫ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
তবে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত আমার হাতে নির্দেশনা এসে পৌঁছায়নি।
১২ মে বৃহস্পতিবার থেকে ম্যাজিস্ট্রেট মোতায়েন প্রসঙ্গে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কুমিল্লা সিটি নির্বাচনে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত আছে। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে, সে মোতাবেক তারা দায়িত্ব পালন করবেন।