ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিনের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টানলো ব্রিসবেন
Published : Wednesday, 11 May, 2022 at 12:14 PM
লিনের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টানলো ব্রিসবেন বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে নতুন ক্লাবের খোঁজে নামতে হবে মারকুটে ব্যাটার ক্রিস লিনকে। দীর্ঘ ১১ মৌসুম ব্রিসবেন হিটের জার্সিতে খেলেছেন তিনি। এবার নতুন আসরে তাকে আর দলে রাখতে চাইছে না ব্রিসবেন কর্তৃপক্ষ। ফলে সমাপ্তি ঘটছে দুই পক্ষের ১১ বছরের সম্পর্কের।

বুধবার এ খবর নিশ্চিত করেছেন কুইন্সল্যান্ড ক্রিকেট ও ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি সভেনসন। বিগ ব্যাশের গত আসরে সপ্তম হয়েছিল ব্রিসবেন। টানা ব্যর্থতার কারণেই মূলত লিনকে আর দলে রাখতে চাইছে না তারা।

অস্ট্রেলিয়ার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে ৩ হাজার রান করেছেন লিন। ব্রিসবেনের হয়ে ১০৫ ম্যাচের ১০০ ইনিংসে ৩০০৫ রান করেছেন তিনি। তবে গত আসরে ১২ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ২১৫ রান।

একমাত্র খেলোয়াড় হিসেবে ব্রিসবেনকে ৫০ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন এ মারকুটে ওপেনার। তবে গত আসরে নতুন কোচ ওয়েড সেকম্বের অধীনে অধিনায়কত্ব দেওয়া হয় জিমি পিয়ারসনকে। এবার লিনের জায়গায় উসমান খাজাকে দলে ভেড়াতে পারে ব্রিসবেন হিট।