ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই জিততে চায় বাংলাদেশ
Published : Wednesday, 11 May, 2022 at 12:32 PM
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই জিততে চায় বাংলাদেশসাদা পোশাকের ক্রিকেটেই সবচেয়ে বিবর্ণ বাংলাদেশ। কখনওই এই ফরম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারেনি টাইগাররা।
সাফল্যের সংখ্যাও তাই কম। কয়েক দিন পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের দুই ম্যাচেই জিততে চাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

এমনিতে অবশ্য পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক না লঙ্কানদের বিপক্ষে। এখন অবধি ২২ ম্যাচ খেলে কেবল একটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সেটাও ২০১৭ সালে শততম টেস্টে ঐতিহাসিক জয়। এরপর ঘরের ও লঙ্কানদের মাঠ, দুই জায়গাতেই সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে এবার ভালো কিছুর প্রত্যাশা সিডন্সের।

মঙ্গলবার চট্টগ্রামে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা খুব ভালো বোলিং ও ব্যাটিং দল। তাদের বিপক্ষে লড়াই করতে ও টেস্ট ম্যাচ জিততে হলে নিজেদের সর্বোচ্চটা খেলতে হবে আমাদের। আমাদের লক্ষ্য অবশ্যই দেশের মাঠে দুটি টেস্ট ম্যাচই জেতা। দেশের মাঠে আমরা সবসময়ই সব ম্যাচ জিততে চাই। তবে বাস্তবতা হলো, এটা সবসময় হয় না। আমরা ভালো খেলব। ’

সিডন্স বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন চট্টগ্রামে খেলা আছে বলেও, ‘এই দলগুলোর বিপক্ষে আমরা আত্মবিশ্বাসী। চট্টগ্রামেও আমাদের আত্মবিশ্বাস বেশি থাকে, এখানে ভালো ক্রিকেট খেলি আমরা। প্রতিটি দিন মাঠে নেমে খুব ভালো ও কঠিন ক্রিকেট খেলাই আমাদের চ্যালেঞ্জ। তারপর দেখা যাবে, দিন শেষে কী হয়। ’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে অবশ্য সুখকর ছিল না টেস্ট ফরম্যাটের খেলা। ওয়ানডেতে প্রথমবারের মতো তাদের সিরিজ হারালেও দুই টেস্টের একটিতেও জিততে পারেনি। তবে সিরিজে ব্যক্তিগত পারফর্ম্যান্সে আশা খুঁজছেন সিডন্স।

তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় সফর ছিল লম্বা। টেস্ট ক্রিকেটে খুব ভালো খেলিনি আমরা। তবে ক্রিকেটে ভালো সময় আসে, খারাপ সময় আসে। কয়েকটি বাজে দিন এসেছে, এ কারণে আমাদেরকে খুব খারাপ মনে হয়েছে। তবে টেস্ট ম্যাচেও আমরা ভালো কিছু পারফরম্যান্স দেখিয়েছি। তাইজুল ৯ উইকেট নিয়েছে ম্যাচে, জয় অসাধারণ একটি সেঞ্চুরি করেছে। ’