ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৬০ ভাগ ফিট সাকিবকে টেস্টে চান না ডমিঙ্গো
Published : Friday, 13 May, 2022 at 6:14 PM
৬০ ভাগ ফিট সাকিবকে টেস্টে চান না ডমিঙ্গোসাকিব আল হাসান চট্টগ্রাম টেস্ট খেলতে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গো চান না সাকিব চট্টগ্রাম টেস্টে খেলুক। সম্পূর্ণ ফিট না হলে সাকিবকে খেলাতে রাজি নন তিনি। 

করোনামুক্ত সাকিবের খেলা প্রসঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘সাকিবকে দলে পেতে চাইবে যে কেউ। সাকিব অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড়। সে দলের ভারসাম্য নিয়ে আসে। কিন্তু সাকিব এখন ৫০ বা ৬০ ভাগ ফিট। এমন একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফরম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।’

ডমিঙ্গো বলেন, ‘অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে টেস্ট খেলা আরও কঠিন। এর ওপর সাকিব কোভিড থেকে সেরে উঠেছে মাত্র। আমারও কোভিড হয়েছিল। আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এতে। শরীরও শক্তি পাওয়া যায় না। এটি টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে পাঁচ দিন প্রায় ৬ ঘণ্টা করে মাঠে থাকতে হয়। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে।’
তিনি বলেন, ‘সাকিবের ফিটনেস পরীক্ষা করতে হবে। তাকে আগামীকাল আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই করোনা টেস্টে পজিটিভ ফল আসে সাকিব আল হাসানের। এতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চয়তায় পড়ে। তবে বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তার। যে কারণে সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, এ নিয়েই এখন চলছে আলোচনা। যদিও সাকিব ফিটনেস টেস্ট দিতে ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।