আরফানুল হক রিফাতকে দলীয় মনোনয়ন দেওয়ায় খুশি কুমিল্লা মহানগরের নেতা-কর্মীরা
Published : Friday, 13 May, 2022 at 9:50 PM
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত। শুক্রবার রাজধানী ঢাকায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। খবর পাওয়ার পর পরই নগরীর রামঘাটে কুমিল্লার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় করে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রিফাতের পক্ষে নৌকার শ্লোগান দিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন তারা। এদিকে মহানগরের সাধারণ সম্পাদককে দলীয় মনোনয়ন দেয়ায় খুশি আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। তারা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন- দল যোগ্য ব্যাক্তিকে মূল্যায়ন করেছে। এবার কুমিল্লায় সিটি কর্পোরেশনের মেয়র পদে নৌকা জয় লাভ করবে বলে আশাবাদ তাদের।