Published : Sunday, 15 May, 2022 at 12:00 AM, Update: 15.05.2022 1:41:21 AM
তানভীর দিপু ||
কুমিল্লা সিটি কর্পোরেশনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনাগুলো হলো:
১।
মনোনয়পত্র সংগ্রহ ও দাখিলের সময় কোন প্রকার মিছিল বা শো-ডাউন করা যাবে না;
২। প্রার্থী ৫(পাঁচ) জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে
পারবেন না;৩। প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনি প্রচার শুরু
করিতে পারবেন না;৪। প্রচারকালে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা
শোভাযাত্রা করতে পারবেন না; ৫। প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদা-কালো
রঙের হতে হবে এবং এর আয়তন ৬০ (ষাট) সেন্টিমিটার, ৪৫ (পঁয়তাল্লিশ)
সেন্টিমিটারের বেশি হতে পারবে না;৬। নির্বাচনি প্রচারণায় কোন
প্রতিদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য
কারো নাম, ছবি বা প্রতীক ছাপাইতে পারবেনা। তবে রাজনৈতিক দলের মনোনীত
প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাইতে পারবেন; ৭। মেয়র
পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেক থানাধীন এলাকায় ০১ (এক) টি করিয়া
সর্বোচ্চ ০২ (দুই) টির অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন
না এবং কাউন্সিলর প্রার্থীগণ ০১ (এক) এর অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস
স্থাপন করতে পারবেন না;৮। নির্বাচনি প্রচারণায় কোন প্রকার গেইট, তোরণ,
আলোকসজ্জা করতে পারবেন না;
৯ এছাড়াও সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ)
বিধিমালা, ২০১৬ এর অন্যান্য বিধি-বিধান অনুসরণ পূর্বক নির্বাচনি প্রচার
প্রচারণা চালাতে হবে।