ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নৌকা পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা
রিফাতকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি বাহার
Published : Sunday, 15 May, 2022 at 12:00 AM, Update: 15.05.2022 1:42:00 AM


রিফাতকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি বাহারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গতকাল রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে তিনি প্রথম আওয়ামী লীগ কার্যালয়ে এসে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। কুসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বরণ করে নিতে সন্ধ্যা থেকেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ফুলের তোড়া নিয়ে ভিড় জমান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে এমপি বাহার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে এক জায়গায় দায়বদ্ধ এবং ঐক্যবদ্ধ- সেটি হলো শেখ হাসিনা। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা মেয়র এবং ২৭ ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারবো। কুমিল্লার মানুষকে বিভ্রান্ত করতে নেতার আত্মীয় নমিনেশন চেয়েছে। কাউন্সিলর হবার শক্তি নাই তারাও নমিনেশন চেয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোয়াটসঅ্যাপে একটি চিঠি দিয়েছি, আমি দেখেছি তিনি এটি সিন করেছেন। যার বদৌলতে আমরা এই নমিনেশন পেয়েছি। আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ) কথা দিয়েছি এই মেয়র পদ উপহার দিবো। আমরা ২৭ ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দিবো। চান্স না- পাশ হতে হবে। কুমিল্লার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সংগঠন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।রিফাতকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি বাহারসভায় উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, আমাদের প্রার্থী জয় লাভ করবে। জয়ের কোন বিকল্প নাই। মেয়র পদটিতে জয় লাভ করার জন্য প্রয়োজনীয় সব করতে হবে। কেন্দ্রিয় কমিটি থেকে নির্বাচন সময়ে নেতৃবৃন্দ থাকবে। জয় নৌকার জয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সর্বোচ্চ আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেয়া একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, প্রধানমন্ত্রী আমাকে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইকে কৃতজ্ঞতা। যার প্রচেষ্টায় আমরা নৌকা মার্কা পেয়েছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদটি এবার জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ। তবে সবাইকে বলি, কেউ আচরণ বিধি লঙ্ঘন করবেন না। সবাই নির্বচন কমিশনের আইন মেনে চলবেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে এবার নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।
সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোহি সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এমপি বাহারের নির্দেশনায় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।