Published : Sunday, 15 May, 2022 at 12:00 AM, Update: 15.05.2022 1:44:27 AM
নিজস্ব
প্রতিবেদক: মেয়র নির্বাচিত হলে প্রথমেই জলাবদ্ধতা ও যানজটমুক্ত কুমিল্লা
গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল
হক রিফাত। মনোনয়ন পাবার পর গতকাল রাতে কুমিল্লায় ফিরে মহানগর আওয়ামী লীগ
কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন। এসময়
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহার উপস্থিত ছিলেন।
আরফানুল হক
রিফাত আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন,
তাঁর প্রতি কৃতজ্ঞতা। এমপি বাহার ভাইয়ের প্রচেষ্টায় আমরা নৌকা মার্কা
পেয়েছি। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁর নির্দেশনায় মেয়র নির্বাচিত
হয়ে প্রধানমন্ত্রীকে মেয়র পদটি উপহার দিবো।
এর আগে আরফানুল হক রিফাত
কুমিল্লায় ফিরে নগরীর রামঘাটে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে
নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য
রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ
এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ আ ক ম বাহা উদ্দিন বাহার।
সমাবেশে
এমপি বাহার বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ দীর্ঘ চক্রান্ত পাড় করে
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এসেছে। এজন্য
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা সকলে এক জায়গায় দায়বদ্ধ
ঐক্যবদ্ধ- সেটি হলো শেখ হাসিনা। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা মেয়র এবং ২৭
ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারবো।
কুমিল্লা সিটি কর্পোরেশন
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন মহানগর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ কুমিল্লার ১৪ আওয়ামী লীগ
নেতা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত নেয়া হয় নৌকা প্রতীক পাবেন
আরফানুল হক রিফাত।
এর আগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায়
উপস্থিত সদস্যরা মহানগর আওয়ামী লীগের পক্ষে একক প্রার্থী হিসেবে আরফানুল হক
রিফাতের নাম এককভাবে প্রস্তাব করেন।