ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছুরি মেরে বাবার জীবন নিল ছেলে
Published : Sunday, 15 May, 2022 at 11:35 AM
ছুরি মেরে বাবার জীবন নিল ছেলেহবিগঞ্জে আজদু মিয়া নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে।
শনিবার রাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও পশ্চিম হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজদু মিয়া একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার ২০ বছর বয়সী ছেলের নাম মাসুম মিয়া।

স্থানীয়রা জানায়, পারিবারিক দ্বন্দ্ব ও ঋণের টাকা নিয়ে শনিবার রাতে আজদু মিয়ার সঙ্গে মাসুম মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন মাসুম। এতে আজদু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে ঘাতক মাসুমকেও আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা।