ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাইমন্ডসের প্রয়াণে শোকাচ্ছন্ন সতীর্থরা
Published : Sunday, 15 May, 2022 at 11:40 AM
সাইমন্ডসের প্রয়াণে শোকাচ্ছন্ন সতীর্থরাচলতি বছরের মার্চে থাইল্যান্ডের একটি দ্বীপে রহস্যজনক মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের। সেই শোক কাটতে না কাটতেই দুই বারের বিশ্বকাপ জয়ী সাবেক অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের অকাল প্রয়ানে শোকাচ্ছন্ন পুরো ক্রিকেট। শনিবার রাতে কুইন্সটাউনের টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই অজি ক্রিকেটার। সাইমন্ডসের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তার সতীর্থ, ভক্তরা।

সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের শোকটা বেশিই। কত জুটিই না গড়েছিলেন সায়মন্ডসের সঙ্গে। তার মৃত্যুর খবরে প্রথমে গিলক্রিস্ট টুইট করেন, ‘এটা খুবই হৃদয়বিদারক। শান্তিতে থাকো রয়।’

আরেকটি টুইটে গিলি লিখেছেন, ‘আমাদের সবার অনুগত, মজাদার এবং ভালোবাসার বন্ধু যে আপনার জন্য যেকোনো কিছুই করতে পারবে সেটি রয়।’
আরেক সতীর্থ জেসন গিলেস্পি লিখেছেন, ‘জেগে ওঠার জন্য ভয়াবহ খবর। একেবারে বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’

মাইকেল ভন লিখেছেন, ‘সিম্মো, এটা সত্যি অনুভব করতে পারছি না।’

পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আকতারের শোকটা একটু বেশিই। কতবার যে তাদের মধ্যে লেগেছিল বাইশ গজে। তাই তো শোয়েবের শোকটা বেশিই।

টুইটে শোয়েব লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সায়মন্ডস মারা যাওয়ার খবর শুনে আমি বিধ্বস্ত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য চিন্তিত এবং প্রার্থনা।’

ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লাক্সম্যান লিখেছেন, ‘জেগে ওঠার জন্য এর থেকে খারাপ খবর আর হতে পারে না। শান্তিতে থাকো বন্ধু। এটা মর্মান্তিক খবর।’