রাজশাহীর পবা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪৮), নিয়ামতপুর উপজেলার চন্ডিপুরের বাসিন্দা বীথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)। এ ঘটনায় আহত বীথির স্বামী আফতাবকে (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে নওহাটার আমান কোল্ড স্টোরের সামনে মাটি ভরাট করার ট্রাক্ট্রারের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও মরিয়ম মারা যায়। রাজশাহী মেডিক্যালে নেওয়ার পর বীথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, লাশ রাজশাহী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে।