Published : Monday, 16 May, 2022 at 12:00 AM, Update: 16.05.2022 1:01:35 AM
ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলায় মোঃ জুয়েল মিয়া মৈশান (২৬) নামে এক
যুবকের মৃত্য হয়েছে। জুয়েল মিয়া মৈশান ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর
গ্রামের মোঃ বাবুল মিয়া মৈশানের ছেলে। রবিবার ১৫ মে দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ
সূত্রে ও এলাকাবাসী জানান ঘটনার দিন দুপুরে জুয়েল মিয়া মৈশান তার নিজ
বাড়ির গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় শক লেগে অজ্ঞান
হয়ে মাটিকে লুটিয়ে পরে। বাড়ির লোকজন ও এলাকাবাসী আহত জুয়েল মিয়া মৈশান কে
ঘটনা স্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃপক্ষ
লিখিত ভাবে ব্রাহ্মণপাড়া থানাকে অভিহিত করার পর ব্রাহ্মণপাড়া থানার এস আই
সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত
হয়ে নিহতের লাশ সোরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তেরর জন্য কুমিল্লা মর্গে
প্রেরণ করে। এ ব্যপারে নিহতের মা মুরশেদা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া
থানায় একটি অপমৃত্যুর মামলা করে। এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করেন।