ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটি নির্বাচনে একমাস আগেই মাঠে নেমেছে বিজিবি
Published : Monday, 16 May, 2022 at 12:00 AM, Update: 16.05.2022 1:01:45 AM
কুমিল্লা সিটি নির্বাচনে একমাস আগেই মাঠে নেমেছে বিজিবিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বিজিবি। নির্বাচনে ভোট গ্রহণের একমাস আগে রবিবার (১৫ মে) থেকে নগরীতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা নগরীতে এক প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক বলেন, ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তারা কাজ করবেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের জন্য ৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এখনই প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু করার কথা নয়। কিন্তু যারা প্রচারণার চেষ্টা করছেন তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করেছি। তিন জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বর্তমানে নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন। এছাড়া যে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে- নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় টহল কাজে নিয়োজিত থাকবেন।
এদিকে বিজিবি মোতয়েনের প্রথম দিনেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় বিজিবি টহল দেয়। নগরীর সার্কিট হাউজ থেকে শুরু করে ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন  এলাকাসহ দক্ষিণের ওয়ার্ডগুলোতে টহল দেন তারা। পরে কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তারা। নির্বাহী ম্যাজিষ্ট্্েরর জিয়াউর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবির টহল কার্যক্রম পরিচালি হবে।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুসিক নির্বাচনে ১৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন মেয়র, ১৪৭ কাউন্সিলর এবং ৩৭ সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। তফসিল অনুযায়ী, কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।