ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আওয়ামীলীগ প্রার্থী রিফাতকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তলব
Published : Monday, 16 May, 2022 at 12:00 AM, Update: 16.05.2022 1:01:49 AM
আওয়ামীলীগ প্রার্থী রিফাতকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তলবস্টাফ রিপোর্টার।। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের কুমিল্লায় আসা উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংসদ সদস্যের উপস্থিতিতে সমাবেশ ও মিছিল করায় তাকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নি অফিসারের কার্যালয়ে তলব করে সতর্ক করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর আগে সভা সমাবেশ ও প্রচারণা করতে নিষেধ করা হয়েছে।
রবিবার দুুপুরে কুমিল্লা শহরের আদালত রোডস্থ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ে স্থাপিত রির্টানিং অফিসারের কার্যালয়ে তলব করা হয়। রিটার্নিং অফিসার মো: শাহেদুন্নবী চৌধুরী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে তলব করেন। এ সময় তার সাথে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ আরেকজন উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিসার মো: শাহেদুন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সভা করায় তাকে আসতে বলা হয়। বলা হয় আপনারা কাজটি ঠিক করেন নি। এমন কোন প্রকার সভা সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। তারা বলেছেন- এমন আর করবেন না। উল্লেখ্য, গত ১৩ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামীলীগ। ১৪ মে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কুমিল্লায় আসেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে আনন্দ সমাবেশে অংশ নেন। সেখানে দু জনেই নৌকার পক্ষে ভোট চান।
ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন:  কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (কুসিক) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। রবিবার (১৫ মে)  রাতে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এ নির্দেশনা কাছে পাঠানো হয়েছে।
ইসির উপ-সচিব (নির্বাচন প্রশাসন) মিজানুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নোত্তর একটি মিছিল এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় ও বাইরে একটি সভা অনুষ্ঠানের বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি ভিডিও প্রকাশিত হয়েছে । উল্লিখিত ভিডিও ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের আলোকে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ ) বিধিমালা , ২০১৬ এর সংশ্লিষ্ট বিধি প্রতিপালন বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে ঘটনার তারিখ , স্থান , সময় ও প্রকৃত ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন । এ লক্ষ্যে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বিবরণসহ (ঘটনার তারিখ , স্থান , সময় ও প্রকৃত ঘটনা) সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন বিষয়ক তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রস্তুতপূর্বক আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন ।  নির্দেশনায় ১৬ মে বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। নির্বাচনি বিধি অনুযায়ী কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ করতে পারবেন না। এছাড়া নির্বাচনি তফশিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ পাওয়ার আগে কেউ মিছিল-মিটিং করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে জরিমানা ছাড়াও প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত।