মুরাদনগরে এমপি ইউসুফ হারুনকে ফুলেল শুভেচ্ছা
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগরে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বর্তমান কমিটিকে বিলুপ্তি ঘোষনা করে ১০ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার শুশুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলামকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা কমিটির সভাপতি গাজীউল হক চৌধুরী ও সাধারন সম্পাদক কামরুল হাসান ভূইয়ার স্বাক্ষরিত পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটির অপর সদস্যরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল আলীম, আ.হ.ম আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, গিয়াস উদ্দিন, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম, তৃপ্তি রানী সরকার, ময়নাল হোসেন ও গাজীউল হক চৌধুরী।
এ দিকে গত শনিবার দুপুরে উপজেলা শিক্ষক পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপস্থিত হলে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা শিক্ষক সমিতির নবগঠিত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু কাউছার ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভাটি উপস্থাপনা করেন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা অলী উল্লাহ সুলতানী ও গীতা পাঠ করেন, গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সাহা।