ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় শিক্ষার মানোন্নয়নে দড়িচর রয়েল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, অভিভাবক আবদুর রহমান ও রাবিয়া আক্তার, শিক্ষার্থী আয়েশা আক্তার ও খায়রুল ইসলাম প্রমুখ। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।