ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে ভানী ইউনিয়নের সাইতলা জুনাব আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিনামূল্যে চিকিৎসা সেবার ও ওষুধ বিতরণের আয়োজন করেন  কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩ শতাধিক নারী-পুরুষও শিশু রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবার ও ওষুধ বিতরণে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.সুমন সরকার,সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক যাদব রায়, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক গাজী মানিক, জেলা স্বেচ্ছাসেবলীগ নেতা আবু সুফিয়ান, ভানী ইউপি নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী তাহমিনা ভূইয়া মুকুল, ভানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ জাকির, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ডা.আবদুস সাত্তার, নারী নেত্রী ইরা আহমেদসহ কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৭ মে। তিনি দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ নানা কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সব সময় মানবিক কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।