সাবেক রেলমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ||
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির রোগমুক্তির কামনায় চৌদ্দগ্রাম উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশন এর উদ্যোগে সোমবার বিকেলে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক, প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রামে উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, সদস্য আবদুল হান্নান, মফিজুর রহমান, আবুল হাসেম, দিদারুল আলম, আবুল কাশেম, মাসুদুল আলম, আবদুল কাদের, ফরিদ ও মাহবুবুল হক প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুর রহিম।