Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM, Update: 17.05.2022 1:12:09 AM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশ অজ্ঞাতনামা পুরুষের একটি মরদেহ উদ্ধার করেছে। বয়স আনুমানিক ৪৮ বছর। সোমবার দুপুরে তথ্যটি নিচ্ছিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ওসি একেএম মনজরুল হক আকন্দ।
তিনি জানান, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘড়িয়া নামক এলাকায় ময়নামতি ফিলিং ষ্টেশনের সামনে চট্টগ্রামমুখী সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মিয়াবাজার হাইওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন গাড়ি তাকে ধাক্কা তিনি সড়ক দুর্ঘটনা মারা যায়। আমরা লাশের পরিচয় এবং গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।