অসুস্থ ড. রেদোয়ান আহমেদের রিমান্ড বিচারাধীন
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM, Update: 17.05.2022 1:12:31 AM
রণবীর ঘোষ কিংকর:
গুলি
করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে আহত করা মামলায় কারাগারে
অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর রিমান্ড বিচারাধীন রেখে
সহযোগি তিন জনকে তিন দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (১৬ মে) কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ আদালতে ড. রেদোয়ান
আহমেদ অসুস্থতার কারণে হাজির না হওয়ায় তাঁর রিমান্ড স্থগিত করে সহযোগি
তিনজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে
আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই)
রাকিবুল ইসলাম জানান, গত ৯ মে চান্দিনা উপজেলা সদরে একই স্থানে
ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের এবং এলডিপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র
করে রেদোয়ান আহমেদ এর ছোড়া গুলিতে দুইজনের আহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা
স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ড. রেদোয়ান
আহমেদ সহ ১৫জনের নাম উল্লেখ করে যে মামলা করেন ওই মামলায় রেদোয়ান আহমেদ,
তাঁর গাড়ি চালক রেজাউল করিম, কর্মী আলী ও বাকি বিল্লাহ’কে গ্রেফতার করে
আদালত যোগে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তের স্বার্থে ১০ মে গ্রেফতার
চার আসামীর সাত দিনের রিমান্ডের আবেদন করি।
সোমবার (১৬ মে) দুপুরে ১টায়
রিমান্ড শুনানী হয়। এসময় রেদোয়ান আহমেদ অসুস্থ জনিত কারণে আদালতে হাজির না
হওয়ায় তার তিন সহযোগিকে তিন দিনের রিমান্ড দিয়েছে।
মামলার বাদী পক্ষের
আইনজীবী শাহজালাল মিঞা শিপন জানান, আসামী পক্ষের আইনজীবীরা ড. রেদোয়ান
আহমেদকে অসুস্থ দেখিয়েছেন। আদালত অসুস্থতার বিষয়টি জানতে তাঁর (রেদোয়ান
আহমেদ) রিমান্ড পেন্ডিং রেখেছেন। বাকি তিনজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করতে
তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামীপক্ষের আইনজীবী কাইমূল হক রিংকু
জানান, চান্দিনা থেকে চার বারের সাবেক সাংসদ ড. রেদোয়ান আহমেদ শারীরিক
ভাবে অসুস্থ হওয়ায় শনিবার তাঁকে প্রথমে কুমেকে এবং পরে ঢাকার হৃদরোগ
ইন্সস্টিটিউটে ভর্তি করা হয়েছে। যে কারণে তাঁর রিমান্ড পেন্ডিং রয়েছে। বাকি
তিনজনের রিমান্ড নয়, জেল গেইটে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত,
সোমবার (৯ মে) বিকাল ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ
আহমেদ ভবন এ কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন
করেন। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ
নেতা-কর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে শুরু করে। দুপুর আড়াইটায় এলডিপি
মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে
স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা তাঁকে বাঁধা দেন। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির
জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই
কর্মী গুলিবিদ্ধ হয়।