ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ এমপি সীমার
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM, Update: 17.05.2022 1:12:40 AM
নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ এমপি সীমারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি। সোমবার (১৬ মে) রাতে নেতা-কর্মীদের এ নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট মাসুদ সালাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মানিক খন্দকার, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা সিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, কুমিল্লা জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হীরুসহ কুমিল্লা মহানগর আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।