Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM, Update: 17.05.2022 1:12:57 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল
হক রিফাতের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে কুমিল্লা
মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫জন নেতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার
কার্যালয় থেকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মঙ্গলবার ১৭ মে দুপুরে আরফানুল হক রিফাত তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
জানা
গেছে, সোমবার দুপুরে দুটি গাড়িতে করে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় অবস্থিত
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময়
তারা সদও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে আরফানুল হক
রিফাতের মনোনয়নফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, আবিদুর রহমান
জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, মহানগর
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্চন ভৌমিক, মহানগর কৃষকলীগের যুগ্ম
আহবায়ক কাজী সোহেল হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আহমেদ নিয়াজ পাভেল প্রমুখ।
পরে এড. টুটুল সাংবাদিকদের বলেন, আমরা আজকে
আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি।
আগামীকাল ( আজ ১৭ মে) মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।
আগামী ১৫ জুন কুমিল্লা
সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৭ মে
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯
মে।