ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুয়েকদিনের মধ্যেই বিএনপি থেকে অব্যাহতি চাইবেন সাক্কু
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM, Update: 17.05.2022 1:13:13 AM
দুয়েকদিনের মধ্যেই বিএনপি থেকে অব্যাহতি চাইবেন সাক্কুজহির শান্ত ||
কুমিল্লা সিটিকর্পোরেশনের (কুসিক) সদ্যবিদায়ী মেয়র ও আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আগামী দুয়েকদিনের মধ্যেই বিএনপি থেকে অব্যাহতি চাইবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি চাই না আমার জন্য দল ক্ষতিগ্রস্ত হোক। তাই সিদ্ধান্ত নিয়েছি, দল থেকে অব্যাহতি নিয়েই নির্বাচন করবো। দ্বিতীয় দফায় মেয়র পদে কুসিকের দায়িত্ব পালনের শেষ দিন সোমবার (১৬ মে) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মনিরুল হক সাক্কু এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতিপ্রাপ্ত সাক্কু বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও মনিরুল হক সাক্কু তৃতীয় দফায় মেয়র নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনিরুল হক সাক্কু বলেন, উন্নয়ন একটি চলমান পক্রিয়া। যতোদিন সিটি কর্পোরেশন আছে, ততোদিন উন্নয়ন চলবে। আমি দায়িত্বে থাকা অবস্থায় সাধ্যমতো চেষ্টা করেছি; সাফল্য-ব্যর্থতার হিসাব করবে জনগণ। জনগণ চাইলে আমি পুনরায় মেয়রের চেয়ারের বসবো, না চাইলে পুনরায় বিএনপির রাজনীতিতে ফিরে যাবো। মেয়র পদ সামলাতে গিয়ে আমি দলে সময় দিতে পারিনি। যদি মেয়র না থাকি তাহলে দলে বেশি বেশি সময় দিতে পারবো।
গত নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতির কতোটা রক্ষা করতে পেরেছেন- এমন প্রশ্নে মনিরুল হক সাক্কু বলেন, অন্তত ৭০/৮০ ভাগ প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পেরেছি। মাঝখানে দুই বছর করোনার কারণে সবকিছু থমকে ছিলো। এখন পৃথিবী আবার স্বাভাবিক হয়েছে; উন্নয়নকাজ চলমান আছে। পরবর্তীতে মেয়র যিনি আসবেন; আমি আসি আর যে-ই আসুকÑ তিনি দ্বিগুণ গতিতে উন্নয়ন করতে পারবেন। এছাড়াও কুমিল্লা সিটির উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ এসেছে। এগুলো বাস্তবায়ন হলে নগরীর চেহারা বদলে যাবে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, গত দুই টার্ম আমি জনগণের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়নকাজ সম্পন্ন করতে পেরেছি।
প্রসঙ্গত,  কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদের মেয়র পদে মনিরুল হক সাক্কুর শেষ দিন ছিলো সোমবার, ১৬ মে। এদিন তিনি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। তিনি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।