ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাতল মাছ কোলে নিয়ে উচ্ছ্বসিত রিয়াজ
Published : Tuesday, 17 May, 2022 at 12:39 PM
কাতল মাছ কোলে নিয়ে উচ্ছ্বসিত রিয়াজবিশালাকৃতির একটি কাতল মাছ কোলে নিয়ে বেজায় উচ্ছ্বসিত নায়ক রিয়াজ। কারণ এটি তিনি নিজেই ধরেছেন। ছবিটি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করে জানিয়েছেন মাছটি ধরার গল্প।

দুটি ছবি প্রকাশ করে রিয়াজ জানান, ‘আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি বড়শিতে আটকানোর পর সেটি ল্যান্ডিং করানো কঠিন ছিল। কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড় ছিলো। শেষে পানিতে নেমে অনেক কসরত করে তোলা হলো।’

মাছটি ধরার সময় রিয়াজের সঙ্গে ছিলেন তার স্ত্রী তিনা ও কন্যা আমিরা।


রিয়াজ কিছুদিন আগে ‘রেডিও’ নামের একটি সিনেমায় কাজ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমায় তার সঙ্গে আছেন জাকিয়া বারী মম।