ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. রহিম বি তালুকদার ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক ড. রহিম বি তালুকদার বিইউবিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর গুলশানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।