ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বিআরডিবি সাবেক চেয়ারম্যান মাসুদ আলম। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার খাঁন, ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, ছাত্রলীগের সাবেক সদস্য সচিব এমদাদ হোসেন বাপ্পিসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়।