ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং গাঁজা উদ্ধার
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
সোমবার রাতে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত সারে ৩ঘন্টাব্যাপি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। বুড়িচংয়ের বাকশিমুল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের নির্দেশে বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদকের বিরুদ্ধে বাকশীমুল ইউনিয়নের সীমান্তবর্তী আনন্দপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে খারেড়া বিওপি ক্যাম্পের আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রূপন কান্তি, পুলিশ কর্মকর্তা এস আই জব্বার, বিজিবি নায়েব সুবেদার মোঃ দেলোয়ার সহ ১৫ জনের একটি টাস্কফোর্স দল অভিযানে অংশ গ্রহণ করে।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলাম জানান, তল্লাশি অভিযানে পলাতক মাদক কারবারি আল-আমিনের বাড়ির মুরগির খোয়ারের ভেতর থেকে দুটি পলিথিনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আল- আমিন পলাতক থাকায় তার নামে নিয়মিত মামলার আদেশ দেয়া হয়েছে। জব্দকৃত গাঁজা পরবর্তী কার্যক্রম এর জন্য বুড়িচং থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে বুড়িচং সীমান্ত এলাকাসহ উপজেলা জুড়ে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, সীমান্তে মাদকের পাচার ও প্রসার রোধে কাজ করছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রয়োজনে পরিচয় গোপন রেখে, মাদকদ্রব্য সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তার করতে সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছেন।