প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM
গত
১৬ মে ২০২২ ইং একটি অনলাইন নিউজ পোর্টালে লালমাই উপজেলার ভোরাজগতপুর
গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হারাধন বৈষ্ণব ও তার স্ত্রী, ছেলে থেকে
জোর করে সম্পত্তি দখল করার জন্য স্ট্যাম্প নেওয়া হয়েছে বলে যে সংবাদ আমি
সহ আরও কয়েকজনকে জড়িয়ে প্রচারিত হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও
উদ্দেশ্য প্রণোদিত। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃতপক্ষে হারাধন বৈষ্ণব (শ্বশুর) পুত্র বধুকে শারীরিক নির্যাতন করে ও
তার পালিত ছেলে উজ্জ্বল তার স্ত্রীকে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন করে
বিধায় সামাজিক শালিসির মাধ্যমে কখনো স্ত্রীকে নির্যাতন করবেনা বলে অঙ্গীকার
নামা দেয়।