ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বড় লিডে চোখ রেখে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
Published : Wednesday, 18 May, 2022 at 12:58 PM
বড় লিডে চোখ রেখে লাঞ্চ বিরতিতে বাংলাদেশশ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বসার অপেক্ষায় বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে লংকানদের থেকে মাত্র ১২ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা।

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৪ রান।

আগের রাতে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা কিছুটা দেরিতে শুরু হয়। তিন উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ শুরু থেকেই দেখে শুনে এগোতে থাকে। দুই প্রান্তে লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে হতাশার সময় কাটে লংকান ফিল্ডারদের।

এরই মাঝে আভিষ্কা ফার্নান্ডোর বলে ২ রান নিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বিশ্বের ৯৯তম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। প্রথম সেশন শেষে মিস্টার ডিপেন্ডেবল অপরাজিত আছেন ৮৫ রানে।

অন্যপ্রান্তে ৮৮ রানে অপরাজিত আছেন লিটন দাস। ১৩৩ রানে বিশ্রামে থাকা তামিম ইকবাল আর ১৯ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। ফলে সবমিলিয়ে দারুণ স্বস্তিতেই আছে টাইগাররা।