ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন দিবালা
Published : Wednesday, 18 May, 2022 at 1:14 PM
বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন দিবালাইতালিয়ান ক্লাব জুভেন্টাসে দীর্ঘ সাত বছর কাটিয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। চলতি মৌসুমে সেই প্রিয় ক্লাব ছাড়তে চলেছেন তিনি। আর তাই যেন তুরিনের বুড়িদের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে গিয়ে আবেগে আর বাঁধ দিতে পারলেন না এই ফুটবলার। কেঁদে ভাসালেন বুক।

ঘরের মাঠ আলিয়েঞ্জ স্টেডিয়ামে সোমবার রাতে লাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত খেলেন সোমবারই ক্লাবকে বিদায় বলা দিবালা। ম্যাচ শেষে সমর্থকদের ভালোবাসায় সিক্ত দিবালা আর চোখের পানি ধরে রাখতে পারেননি।

ঠিক সাত বছর আগে অর্থাৎ ২০১৫ সালে পালেরমো ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন দিবালা। দলের হয়ে ২৯১ ম্যাচে ১১৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। জিতেছেন চারটি সিরি আ এবং পাঁচটি কোপা ইতালিয়া শিরোপা। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা দলের সদস্যও ছিলেন তিনি।