কুমিল্লায় ৫ কেজি গাঁজাসহ মীর হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ২০ মে শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মীর হোসেন সদর দক্ষিণ উপজেলার লালগাম গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।