Published : Sunday, 22 May, 2022 at 12:00 AM, Update: 22.05.2022 1:23:30 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা
অপর ট্রাককে পিছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে ট্রাক চালক পলাশ কুমার
দাস(৩৫) নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহর কালিগঞ্জ থানার কাউখালী গ্রামের দেবেন
কুমার দাসের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার পৌর এলাকার রামরায়গ্রাম রাস্তার
মাথায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এ কে এম মঞ্জুরুল
হক আকন্দ।
ওসি জানান, শনিবার সকাল পৌনে ৭টায় চট্টগ্রামমুখী
(ঝিনাইদহ ঢ ১১-১৩৬২) একটি ট্রাক অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে
ট্রাকের চালক পলাশ কুমার দাস মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে
উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাকটি
উদ্ধার এবং চালকের লাশ আইগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা
হয়েছে।