ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
Published : Monday, 23 May, 2022 at 3:02 PM
সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচটি প্রস্তাব দিয়েছেন।

সোমবার (২৩ মে) জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৭৮তম অধিবেশনে সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন তিনি। ২৩ মে থেকে আগামী ২৭ মে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্র এবং এসক্যাপের ৭৫তম বার্ষিকীতে অনলাইনে এই অধিবেশনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অবিলম্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ ও পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে হবে। আমি যে প্রস্তাবগুলো রেখেছি, এসক্যাপ সেগুলো বিবেচনা করতে পারে।

প্রধানমন্ত্রী তার প্রস্তাবে জ্ঞান ও উদ্ভাবনে সহযোগিতার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে পর্যাপ্ত তহবিল গঠনের পরামর্শ দেন। এছাড়া প্রধানমন্ত্রী এ সময় কর্মসংস্থান সৃষ্টি ও তথ্যপ্রযুক্তির প্রসারের কথা বলেন, যা চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাওয়াতে আমাদের সাহায্য করবে।